ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৫

Dec 5, 2019 / 02:41pm
ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৫

ভারতের মধ্যপ্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজ সকালে মধ্যপ্রদেশের এ রেওয়ায় দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসের মধ্যে এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ পৌঁছাছে উদ্ধারকারী দলও।

এখনও পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে ৷ দুর্ঘটনাস্থানে এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সূত্র : ইটিভি ভারত