ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গু’লি করে হ’ত্যা!

দুই ভাই বোন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে অপরের বন্ধু ছিলেন। তবে হঠাৎ ভাইকে আনফ্রেন্ড করে বোন। এ নিয়ে দু’জনের দেখা হতেই শুরু হয়ে যায় বাক বি’তণ্ডা। এরপর ভাইয়ের হাতে বোনের মৃ’ত্যু।
তবে পরিবারের দাবি, ভুল করে এমনটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কারে থ্যাঙ্কস গিভিংস ডে’র দিন ২৮ নভেম্বর এ ঘটনা ঘটেছে।
দেশটির সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সন্তানকে নিয়ে বাবার বাড়ি এসেছিলেন আমান্ডা ওয়েন। এসেই দেখা হয়ে যায় ভাই মোসে টনি ক্রোর সঙ্গে। এসময় ফেসবুকে আনফ্রেন্ড করা নিয়ে ঝ’গড়া চরম পর্যায়ে পৌঁছে যায়।
অভিযোগ, এক পর্যায়ে পকেট থেকে বন্দুক বের বোনকে গু’লি করে দেন মোসে। সেই সময় আমান্ডার কোলে তার সন্তান ছিল। সন্তান কোলে নিয়েই মাটিতে পড়ে যান আমান্ডা। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃ’ত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মোসেকে গ্রে’প্তা’র করে।
মোসের পরিবার বা পরিচিতদের কয়েক জনের দাবি, গু’লি ভুল করে চলে গিয়েছে। মোসে তার পরিবারকে নাকি খুবই ভালবাসত।
তবে পুলিশের দাবি, ফেসবুকে আনফ্রেন্ড করার জন্যই মোসে গু’লি চালিয়েছিলেন বলে পরিবারেরই এক সদস্য জানিয়েছেন।
আদালতে তোলা হয় মোসেকে। সেখানে তিনি দাবি করেন, বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুল করে গু’লি চলে গিয়েছে। মোসেকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।