এসএ গেমসে জয় দিয়ে যাত্রা শুরু সৌম্যদের

ঘণ্টাখানেক আগে এসএ গেমসে টানা দ্বিতীয় জয়ের সুখবর জানান বাংলাদেশের মেয়েরা। সে ধারাবাহিকতায় এবার জয়ের খবর দিল পুরুষ দলও। ত্রয়োদশ এসএ গেমসে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। আজ বুধবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে মালদ্বীপকে ১০৯ রানে হারিয়েছে বাংলাদেশ। একই দিনে স্বাগতিক নেপালের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। অষ্টম ওভারে নাঈমকে হারায় বাংলাদেশ। ফেরার আগে ২৮ বলে ২৮ রানের ইনিংস খেলেন তরুণ এই ওপেনার।
তবে ম্যাচ জিতলেও বাংলাদেশের পক্ষে ৫০ ছাড়ানো ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটসম্যান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৩ বলে ৪৬ রান করেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। শেষদিকে আফিফ হোসেন ৯ বলে ১৬, ইয়াসির আলি রাবি ১০ বলে ১২ ও জাকির হাসান ২ বলে ৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯তম ওভারে মাত্র ৬৮ রানেই গুটিয়ে যায় মালদ্বীপ। দলের পক্ষে বিশের ঘর পার করতে পারেননি কোনো ব্যাটসম্যান। দশের ঘর পার করেছেন মাত্র দুজন। দুই ওপেনার আলি ইভান ১২ ও আহমেদ হাসান করেছেন ১০ রান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
বাংলাদেশের পক্ষে বল হাতে দারুণ করেছেন তানভির ইসলাম। নিজের কোটার ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন তিনি। সমান দুটি করে উইকেট নেন লেগস্পিনার আফ্রিদি ও আফিফ হোসেন।