স্কুল শিক্ষককে শ্রেণিকক্ষেই পেটাল অভিভাবক

Dec 3, 2019 / 09:08pm
স্কুল শিক্ষককে শ্রেণিকক্ষেই পেটাল অভিভাবক

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষক শাহজাহানকে পেটালেন আবু খালেদ তোতা নামে এক অভিভাবক।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণির ছাত্র ওমর আলী ক্লাসে অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে এসেছে। এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান ছেলেটিকে শাসিয়ে শারীরিক শাস্তি দেন। এরপর সে বাড়ি গিয়ে তার বাবা আবু খালেদ তোতাকে নিয়ে আসেন।

অভিভাবক শ্রেণিকক্ষে প্রবেশ করেই সহকারী শিক্ষক শাহজাহানকে মারধর করেন। এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান লজ্জায় কোনো কিছু বলতে পারেননি।

উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম জানান, স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি ইউএনওর নলেজে রয়েছে। ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।