বাংলাদেশের ৬ ক্রিকেটার জায়গা পেলো আইপিএলের নিলামে

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের খেলার আগ্রহী ৯৭১ জন খেলোয়াড়ের কথা জানিয়েছে আয়োজকরা।
এই তালিকায় তালিকায় বাংলাদেশের ৬ ক্রিকেটারসহ বিদেশি রয়েছেন ২৫৮ জন।তবে বাংলাদেশের কোন ৬ জন, তা প্রকাশ করেনি আইপিএল আয়োজক কর্তৃপক্ষ।
এছাড়া নাম নিবন্ধন করা ভারতের স্থানীয় ক্রিকেটারের সংখ্যা ৭১৩। এত ব্ড় তালিকা থেকে দল পাবেন শুধু ৭৩ জন ক্রিকেটার। কারণ নিজেদের প্রাথমিক স্কোয়াড গোছানোর পর এখন দলগুলোর খালি জায়গা রয়েছে মোট ৭৩টি।
বাংলাদেশের ৬ জনের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে নিজেকে দেখতে চান আফগানিস্তানের ১৯ ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ৫৫ জন, ইংল্যান্ডের ২২, দক্ষিণ আফ্রিকার ৫৪, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ৩, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের ১ জন করে ক্রিকেটার।