অর্জুন ‘বিয়ে করলেন’ কৃতিকে

Dec 3, 2019 / 02:18pm
অর্জুন ‘বিয়ে করলেন’ কৃতিকে

মারাঠি রীতি অনুযায়ী কৃতি শ্যাননের গলায় মঙ্গলসূত্র পরিয়ে তাকে নিয়ে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে এই খবরে অবাক হওয়ার কিছু নেই।

কারণ বাস্তবে বিয়ে করেননি দুই তারকা। বাস্তবে তো অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রেমের সম্পর্ক অর্জুনের।

মূল ঘটনা হচ্ছে, সোমবার মুক্তি পায় অর্জুন কাপুর অভিনীত ‘পানিপথ’ ছবির নতুন গান ‘স্বপ্না হ্যায়’। যেখানে মারাঠি রীতি অনুযায়ী কৃতি শ্যাননকে বিয়ে করতে দেখা যায় অভিনেতাকে।

মারাঠি রাজ পরিবারের নিয়ম মেনে কৃতির সঙ্গে এই গানে সাতপাকে বাঁধা পড়েন অর্জুন।

এদিকে বাস্তব জীবনে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই বলে কয়েকদিন আগে স্পষ্ট জানান অর্জুন।

বলেন, বিয়ে করলে সেটা সবাই জানতে পারবেন। কারো গলায় মালা পরালে, তা লুকিয়ে করবেন না। সুতরাং বিয়ে নিয়ে এত রাখঢাকের কোনো বিষয় নেই।