দুই বছরের আগে সিনেমার কথা ভাবছি না : সারিকা

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটক দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। বর্তমানে ধারাবাহিকটির পাশাপাশি একক নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন সারিকা সাবাহ। ছোট পর্দায় অভিনয়ের পর বড়ো পর্দায় কাজের স্বপ্ন থাকে অনেক অভিনেত্রীরই।
সিনেমায় নিজের অভিষেক নিয়ে ইত্তেফাককে সারিকা বলেন, ‘নাটকের ক্ষেত্রে একটা-দুইটা নাটক ভালো না হলেও সেটি ক্যারিয়ারে খুব বেশি প্রভাব ফেলে না। তবে সিনেমা ভিন্ন জিনিস। একজন মানুষ তার আলাদা একটা সময় ও অর্থ ব্যয় করে সিনেমা হলে আসেন। সেই জায়গা থেকে সিনেমায় নিজেকে উপস্থাপনের প্রস্তুতিটাও তেমন শক্ত হওয়া জরুরি। অভিনয় নিয়ে আমার কোনো স্কুলিং নেই। অভিনয় নিয়ে আমার অনেক কিছু শেখার আছে। অন্তত দুই বছরের আগে সিনেমা নিয়ে ভাবছি না।’
বর্তমানে নাটক নিয়েও অনেক ধরনের সমালোচনা তৈরি হয়েছে। এই সময়ের একজন অভিনেত্রী হিসেবে এই বিষয়টি নিয়ে সারিকা আরো বলেন, ‘এই বছর থেকে আমাদের নাটকের অনেকটা পরিবর্তন হয়েছে। আগামী বছর ভালো নাটকের পরিমাণটা আরো বাড়বে। এখন যেই কাজগুলো আসছে, তা দেখে সেটাই মনে হয়।’