মেয়াদ বাড়ছে ভারতীয় নির্বাচকদের

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, নির্বাচকরা খুব ভালো কাজ করেছেন। তবে মেয়াদ শেষ হওয়ার পর পদে থাকার আর কোনো সুযোগ নেই। নির্বাচকদের মেয়াদ বেঁধে দেয়া উচিত। প্রতি বছর নতুন নির্বাচকমণ্ডলী বাছাই করা ঠিক নয়।
রোববার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষে সৌরভ এসব কথা বলেন। নির্বাচকদের মেয়াদ চার থেকে বাড়িয়ে ৫ বছর করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটি জানা যায়।
২০১৫ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হন এমএসকে প্রসাদ। চার বছর ধরে তিনি বিরাট কোহলিদের নির্বাচক হিসেবে রয়েছেন। পুরোনো নিয়মানুসারে প্রধান নির্বাচককের মেয়াদ শেষ। তার আর দায়িত্বে থাকার সুযোগ নেই।
ভারতীয় ক্রিকেট দলের সহযোগী নির্বাচক হিসেবে রয়েছেন গগন খোদা, যতীন পরঞ্জপে ও শরণদীপ সিং। ২০১৬ সালে নির্বাচক কমিটির সদস্য হন দেবাং গান্ধী।