এবার বিএসএফ আটক করল বিজিবি

Dec 2, 2019 / 10:26pm
এবার বিএসএফ আটক করল বিজিবি

অ’বৈধভাবে বাংলাদেশে অ’নুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ’র একজন সদস্যকে আ’টক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে অ’বৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অ’ভিযোগে তাকে আ’টক করেছে বিজিবি।

আ’টককৃত বিএসএফ সদস্যের নাম শ্রী চৈতন্য। দুই দেশের উর্দ্ধৃতন কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদরা মিজানুর রহমান জানান, বাংলাদেশে সীমান্তবর্তী বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড় আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আ’টক করে।

আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌঁড়ে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের ৫ সদস্য। এক পযার্য়ে তারা নোম্যান্সল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বে’দম মা’র’ধর করে।

খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ছুটে আসে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪ বিএসএফ সদস্য পা’লিয়ে গেলেও ধরা পড়ে বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য।

পরে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে হস্থান্তর করা হয়। তবে চোরাচালানী আলী হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আ’ট’ক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।