বয়স চুরি করে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার

বয়স লুকানোর অপরাধে প্রিন্স রাম নিবাস যাদব নামে এক তরুণ ক্রিকেটারকে দুই বছর নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বয়স চুরি করার জন্য প্রিন্স যাদব একাধিক নকল জন্মসনদ বানিয়েছে, এমন প্রমাণও পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে ২০১৮-১৯, ২০১৯-২০ টানা দুই মৌসুমেই খেলার জন্য নথিভুক্ত হয়েছিলেন প্রিন্স রাম নিবাস যাদব।
কিন্তু নিষেধাজ্ঞার কারণে দিল্লির ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলতে পারবেন না প্রিন্স।
স্কুল সার্টিফিকেটে প্রিন্স রাম নিবাস যাদবের জন্ম তারিখ দেয়া আছে ১৯৯৬ সালের ১০ জুন। অথচ জন্ম নিবন্ধনের কাগজপত্রে প্রিন্স জন্ম তারিখ দেখিয়েছেন ২০০১ সালের ১২ ডিসেম্বর।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার সময় তথ্য-উপাত্তের সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায় পাঁচ বছর কারচুপি করেছেন ভারতীয় এ তরুণ ক্রিকেটার।
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) এক কর্মকর্তা জানান, আমরা বিসিসিআইয়ের কাছ থেকে প্রিন্স যাদব নামের এক ক্রিকেটারের বয়স চুরির অভিযোগ সংক্রান্ত একটা নোটিশ পেয়েছি। বিসিসিআই নিশ্চিত এই ছেলে ২০১২ সালে এসএসসি পাস করেছে, জন্মেছে ১৯৯৬ সালের ১০ জুনে।
প্রসঙ্গত, উপমহাদেশে বয়স চুরি বড় কোনো ঘটনা নয়। কিছুদিন আগে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি কমপক্ষে তিন বছর বয়স চুরির কথা স্বীকার করেছেন।