রোমান-দিয়া এবার জীবনের জুটি বাঁধছেন

আন্তর্জাতিক আর্চারিতে নিয়মিত জুটি গড়েন তাঁরা। ২০২১ সালে সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপে জুটি গড়ে রুপাও জিতেছেন। প্রথমবারের মতো আজ জাতীয় আর্চারিতে আনসারের হয়েও মিশ্র জুটি হিসেবে খেলবেন তাঁরা। তবে রোমান-দিয়ার এই যুগল খেলার মাঠেই শুধু আর সীমাবদ্ধ থাকছে না।
জীবনের জুটি হতে যাচ্ছেন তাঁরা। আগামী ৫ জুলাই আর্চারির এই সফল জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দুজনের মধ্যে ভালোলাগা, ভালোবাসার সম্পর্ক আর্চারি অঙ্গনের প্রায় সবারই জানা। তবে সে সম্পর্কে নানা সময়েই উত্থান-পতন গেছে।
দুজনের সেই অম্ল-মধুর সম্পর্কই পরিণতি পেতে যাচ্ছে এবার।
গতকাল রোমানের বাবা আব্দুল গফুর সানা এ নিয়ে বলেছেন, ‘খোদা তাআলার ইচ্ছাতেই সবকিছু চুড়ান্ত হলো। ৫ তারিখ বিয়ে। আমরা ৪ তারিখ দিয়ার বাড়ি নীলফামারী যাব।
সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৮ তারিখ আমাদের বাড়িতে হবে বৌভাত।’
গত কয়েক মাস ধরেই এ ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথা চলছিল। অবশেষে তা চূড়ান্ত হলো। রোমান আনসারে ল্যান্সনায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে।
সে হিসেবেই এবারের জাতীয় আর্চারিতে একই দলের হয়ে খেলছেন তাঁরা। ছেলে ও মেয়েদের রিকার্ভে আনসারের হয়ে এ দুজনই সবচেয়ে ভালো করায় তাঁরাই খেলবেন মিশ্র দ্বৈতে। এই জুটিই নতুন মাত্রা পেতে যাচ্ছে এখন।