পবিত্র কাবা শরিফের মেঝে পরিষ্কার করলেন রিজওয়ান, ভিডিও ভাইরাল

Jun 24, 2023 / 02:35pm
পবিত্র কাবা শরিফের মেঝে পরিষ্কার করলেন রিজওয়ান, ভিডিও ভাইরাল

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ধর্মের প্রতি ভালোবাসা সবাই কম বেশি জানেন। ক্রিকেট বাধা হতে পারেনি তার ধর্মচর্চায়। ধর্মীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন সবসময় তিনি।

আগামীকাল শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মোহাম্মদ রিজওয়ান। বন্ধু ও সতীর্থ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় দেখা যায় তাকে।

জানা গেছে, পাকিস্তানের এই তারকা ক্রিকেটাররা হজে গেছেন মা ও স্ত্রীকে নিয়ে।

এবার পবিত্র কাবা শরিফ প্রাঙ্গণে এক ভিন্ন চরিত্রে দেখা গেল রিজওয়ানকে। ব্যাট হাতে ২২ গজে রাজত্ব করা রিজওয়ানের হাতে দেখা মিলল মুছনির। যার সাহায্যে আল্লাহর ঘরের মেঝে পরিষ্কার করছেন তিনি। ইতোমধ্যে রিজওয়ানের মেঝে পরিষ্কারের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে।

এখানেই প্রথম নয়, রিজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্যই আদর্শস্বরূপ। যখন যেখানেই সুযোগ মেলে, ইসলামকে জানতে চান, জানাতে চান রিজওয়ান। ইসলামের সৌন্দর্য ফেরি করে বেড়ান।

অন্যরা যখন খোশগল্পে মশগুল, বিপরীতে তখন রিজওয়ান। মাঠে কিংবা ঘাটে সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান। সুযোগ হলেই পাঠ করেন পবিত্র কুরআন।

গত বছর নিউজিল্যান্ডে খেলতে গিয়ে তাকে দেখা যায় মসজিদের মিম্বরে ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দিতে। অন্যদের নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করছিলেন তিনি।