জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর মা হয়েছেন

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর মা হয়েছেন। তিনি বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম।
এদিন ইনস্টাগ্রামে শোয়েব লিখেছেন, আলহামদুলিল্লাহ আজ সকালে আমাদের ঘর আলো করে পুত্রসন্তান এসেছে। যদিও নির্ধারিত সময়ের আগেই সে পৃথিবীতে এসেছে, তবে চিন্তার কিছু নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।
এর আগে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।
সাক্ষাতকারে এ প্রসঙ্গে দীপিকা বলেন, আমি অন্তঃসত্ত্বাকালীন অবস্থা উপভোগ করছি। প্রথম সন্তানের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। আমি খুবই অল্প বয়সে অভিনয় শুরু করি। এর পর টানা ১০-১৫ বছর করে গেছি। যখন আমি অন্তঃসত্ত্বা হই, শোয়েবকে বলি— আর অভিনয় করতে চাই না। অভিনয় ছেড়ে পুরোপুরি গৃহিণী ও মা হয়ে থাকতে চাই।
২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দীপিকার। তবে এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে রওনক স্যামসনের সঙ্গে বিয়ে হয় তার। তবে সে সংসার ভেঙে যায় ২০১৫ সালে।