সুড়ঙ্গ’র কাজটি অনেক জত্ন নিয়ে করেছি: তমা মীর্জা

Jun 18, 2023 / 12:05pm
সুড়ঙ্গ’র কাজটি অনেক জত্ন নিয়ে করেছি: তমা মীর্জা

খুব অল্প সময়ের ক্যারিয়ারেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি অভিনয়ের জন্য। তবে চলচ্চিত্রে নিজেকে প্রমাণের জন্য এবারের ঈদটি যেন তমা মীর্জার এক বিশাল অগ্নিপরীক্ষা। অনেকেই সেটা বলছেন। প্রথমত রায়হান রাফির পরিচালনায় ঈদের ছবি।

দ্বিতীয়ত তমা মীর্জার সহশিল্পীর নাম ‘আফরান নিশো’। দুটোই অনেকের জন্যই কাঙ্খিত চাওয়া। ছবির নাম সুড়ঙ্গ। সিনেমার কাজ প্রায় শেষ, মুক্তি পাচ্ছে এবারের ঈদে। তারই প্রচারণার অংশ হিসেবে এরইমধ্যে প্রকাশ পেয়েছে এর পোস্টার, ট্রেলার ও গান।

‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকমহলে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় আছে দর্শকরা। আর বাড়তি চমক হিসেবে থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার আইটেম গান ‘কলিজা আর জান’। সিনেমাটি নিয়ে আশাবাদী এর অভিনয় শিল্পীরাও।

তমার কথায়, ‘এই ছবির জন্য অনেক দিন অন্য কাজ করিনি। নিজেকে তৈরি করেছি। এর আগে, কোনো ছবির জন্য এত লম্বা সময় নেইনি। ‘সুড়ঙ্গ’র কাজটি অনেক যত্ন নিয়ে করেছি। আর আমার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা নিশো। তার অভিনয় নিয়ে বলার কিছুই নেই। মুক্তির আগ পর্যন্ত শুধু ‘সুড়ঙ্গ’ নিয়েই আছি। এই ছবিটি নিয়ে আমরা সবাই খুবই আশাবাদী।’

তমা আরও বলেন, ‘এটি প্রেম ও বিচ্ছেদের ছবি। আর গল্পের থ্রিলার দর্শককে বুদ করে রাখবে। গল্পটি এমন ভাবে সাজানো হয়েছে, যার পরতে পরতে আছে উত্তেজনা। আমার বিশ্বাস, ছবিটি দেখার সময় দর্শকদের চোখ স্ক্রিনের দিকেই থাকবে।

আরও একটি কথা না বললেই নয়, এটি দেখার সময় দর্শকরা পপকর্ন খাওয়ার কথাও ভুলে যাবেন। কারণ এর গল্পটা এমনই শক্তিশালী, যে দর্শকরা পলক ফেলার সময়ই পাবেন না। হলে বসেই তারা এটি উপলব্ধি করতে পারবেন।’

‘সুড়ঙ্গ’র পর কী নিয়ে ব্যস্ত থাকবেন তমা? এমন প্রশ্নের উত্তরে তমা বলেন, ‘এখনো পরিকল্পনা করিনি। তবে ‘সুড়ঙ্গ’ মুক্তির পর দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন সিনেমা হলে যাওয়া হবে। এর প্রচারণা কীভাবে হবে, কোথায় কোথায় যাব- সে পরিকল্পনা করেছি। আর সব তো পরিকল্পনা করে হয় না। এর বাইরেও কিছু কাজ থাকে। সময় মতোই পদক্ষেপ নেব।’

তমা মীর্জার চলচ্চিত্রের ক্যারিয়ারের জন্য অন্যতম টার্নিং হতে পারে এই ছবিটি। এর আগে রায়হান রাফির পরিচালনায় কিছু ওটিটির কাজেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। দর্শকদের আগ্রহ আর কৌতুহলের ঘরে একটা বিশ্বাসের জায়গা করার জন্যই মূলত একজন শিল্পী কাজ করেন। সুড়ঙ্গ’র সাফল্যই বলে দেবে সেই বিশ্বাসের ভিত কতটা মজবুত হয়েছে তমার?