কিয়ারা এবার হৃতিকের যুদ্ধসঙ্গী!

Jun 18, 2023 / 11:40am
কিয়ারা এবার হৃতিকের যুদ্ধসঙ্গী!

শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে যশ রাজ ফিল্মস। প্রোডাকশনটির স্পাই ইউনিভার্সের পরবর্তী চলচ্চিত্র ‘টাইগার ৩’ আসছে। এ বছর দীপাবলিতে মুক্তি পাবে সালমান খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি। আপাতত সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

এরমধ্যেই স্পাই ইউনিভার্সের আরেক চলচ্চিত্র হৃতিক রোশনের ‘ওয়ার ২’-এর কাজ শুরু হয়ে গেছে। ‘ওয়ার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তবে ‘ওয়ার ২’ পরিচালনার দায়িত্বে তিনি থাকছেন না, এ খবর আগেই প্রকাশিত হয়েছে। এবার সিনেমার নায়িকা নির্বাচন করে ফেললেন নির্মাতারা।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক চললে কিয়ারা আদভানিকেই দেখা যাবে হৃতিকের বিপরীতে নায়িকার ভূমিকায়। ‘ওয়ার’ সিনেমায় হৃতিকের বিপরীতে ছিলেন বাণী কাপুর। তবে সিনেমার গল্পে তার চরিত্রটি খুন হয়ে যায়।

তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন উঠছিল, দ্বিতীয় কিস্তিতে কে হবেন হৃতিকের নায়িকা! কারণ, স্পাই ইউনিভার্সের বাকি দুই প্রধান চরিত্র টাইগার এবং পাঠান, দুজনেরই নায়িকা রয়েছেন।

তাই হৃতিক অভিনীত কবির চরিত্রটিরও যে নায়িকা আসবে নতুন গল্পে, তা একপ্রকার জানাই ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল।

যদিও যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে জোর গুঞ্জন রয়েছে যে কিয়ারাই হচ্ছেন হৃতিকের সহ-অভিনেত্রী। সেই সঙ্গে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী।

‘ওয়ার ২’ পরিচালনার দায়িত্ব তরুণ পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে দিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। অয়ন ইতিমধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

এবার তার হাতেই হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের মতো অভিনেতাদের পরিচালনার বড় দায়িত্ব দেওয়া হল। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকেই শুরু হয়ে যাবে ‘ওয়ার ২’-এর শ্যুটিং। সেক্ষেত্রে আগামী বছরে মুক্তি পেতে পারে সিনেমাটি।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া