মুমিনুলের রেকর্ডে ভাগ বসালেন শান্ত

Jun 16, 2023 / 02:49pm
মুমিনুলের রেকর্ডে ভাগ বসালেন শান্ত

মুমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত এক শতক বাগিয়ে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই অনন্য এই কীর্তি গড়েন জাতীয় দলের এই টপ অর্ডার। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি বাগিয়ে নিতে তিনি খেলেন ১১৫ বল। যেখানে ছিল তার ১৩টি চারের মার।

প্রথম ইনিংসে শান্ত সেঞ্চুরি হাকিয়েছিলেন ১১৮ বল খেলে। দ্বিতীয় ইনিংসে তিনি একই রকম মারকুটে ব্যাটিং অব্যাহত রেখেই শতক তুলে নেন ১১৫ বলে।

এর আগে, এক টেস্টের দুই ইনিংসেই একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ছিল কেবল মুমিনুল হকের। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৭৬ রান। আর দ্বিতীয় ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ১০৫ রান।

সেই টেস্টে বনেদি ফরম্যাটের ক্রিকেটে ব্যক্তিগত ২ হজার রানের কোঠাও পূরণ করেছিলেন সাবেক এই অধিনায়ক।