ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে ৩৭০ রানে এগিয়ে বাংলাদেশ

Jun 15, 2023 / 07:26pm
ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে ৩৭০ রানে এগিয়ে বাংলাদেশ

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান তুলতেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড থাকায় বাংলাদেশ এখন ৩৭০ রানে এগিয়ে।

৫ উইকেটে ৩৬২ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল বাংলাদেশ।

তবে আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৮২ রানে। এরপর বল হাতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র ১৪৬ রানেই গুটিয়ে দেয় আফগানদের।

শরীফুল ইসলামের বলে ইব্রাহিম জারদান (৬) আউট হলে দলীয় ১৮ রানেই তাদের প্রথম উইকেটের পতন হয়।

৪১ রানে ৪ উইকেটে হারানোর পর পঞ্চম উইকেটে ৭৩ বলে ৬৫ রানের জুটি গড়েন নাসির জামাল আর আফসার জাজাই।
এই জুটি ভেঙে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেন মিরাজ। তার বলে এলবিডাব্লিউ হয়ে যান নাসির জামাল। এরপর আর ঘুরে দাঁড়তে পারেনি আফগানিস্তান।

৪৭ রানে ৪ উইকেট নেন ইবাদত হোসেন। এ ছাড়া শরীফুল, মিরাজ ও তাইজুল নেন ২টি করে উইকেট।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪। নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান দুজনই ৫৪ রানে অপরাজিত আছেন।