ওয়ানডে স্টাইলে দুর্দান্ত সেঞ্চুরি করলেন শান্ত, উড়ছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে সাধারণত দেড়শ-দুইশ বলে সেঞ্চুরি দেখা যায়, কিন্তু শান্ত শতকের স্বাদ পেয়েছেন মাত্র ১১৮ বলে। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে উড়ছে লিটন দাসের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১৯৩ রান। নাজমুল হোসেন শান্ত ১০৯ ও মাহমুদুল হাসান জয় ৬৩ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। শান্ত তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। আর জয় পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা।
বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওভারে এসেই আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের প্রথম বলেই বিদায় নেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
সেখান থেকেই আরেক ওপেনার জয়কে নিয়ে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অনেকটা ওয়ানডে মেজাজেই ব্যাট করে সফরকারীদের মনোবল ভেঙ্গে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ফলে মাত্র ৫৮ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। তার ঠিক বিপরীত মেজাজে ব্যাট করে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন জয়।
এই দুজনের জুটিতে শতরানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল টাইগাররা। তবে বিরতির পরও সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন তারা। শান্তর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন ওপেনার জয়ও। ফলে ১০২ বলে ফিফটির মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন টেস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। ১৬৩ রানের ইনিংসে নাজমুল মেরেছিলেন ১৭টি চার, স্ট্রাইক রেট ছিল ৪৩.১২। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১১৮ বলে ১১৭ রানের ইনিংস, তাতে অবশ্য মেরেছিলেন ৫টি চার, তবে ছিল ৬টি ছক্কা।
নাজমুলের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি এলো ১১৮ বলে, ১০০ রানের ইনিংসে এখন পর্যন্ত স্ট্রাইক রেট ৮৪.৭৪, এখনোই মেরেছেন ১৮টি চার। যদিও এক সময় ১০৬ বলে করেছিলেন ৯৬ রান নিয়ে দাঁড়িয়ে ছিলেন শান্ত। তবে পরের ৪ রান করতে দেখেশুনে আরও ১২ বল সময় নিয়ে ধারাবাহিকভাবে আস্থার প্রতিদান দিচ্ছেন এই ব্যাটার।