টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

Jun 14, 2023 / 11:00am
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দি হয়েছেন। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছেন স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৩০ রান। হারিয়েছে ১ উইকেট। ব্যাটিংয়ে আছেন নাজমুল হাসান শান্ত ১৩ ও মাহামুদুল হাসান জয় ৬ রানে।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদাত হোসেন, জাকির হাসান, শরিফুল ইসলাম।