শাহরিয়ার কবিরকে চিনি না: লাইভে এসে বললেন সাফা

দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। পর্দায় তাকে বেশির ভাগ সময়ই প্রেমিকার চরিত্রে দেখা যায়। খুব বেশি অভিনয়ে নিয়মিত না হলেও, বিজ্ঞাপন ও বিশেষ দিনের নাটকগুলোতে দেখা মেলে তার।
তবে হঠাৎ করেই শুক্রবার (৯ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। মুহূর্তেই তার ভক্তরা তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন। সেই খবর পৌঁছে যায় এই অভিনেত্রীর কাছে। একপর্যায়ে বাধ্য হয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান তিনি বেঁচে আছেন।
জানা যায়, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধারের ঘটনার পর থেকেই তার এই মৃত্যুর গুজবটি ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, শাহরিয়ার কবিরের মেয়ে হচ্ছেন সাফা কবির।
এই ঘটনার পরই এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে মুখ খোলেন সাফা। যেখানে অভিনেত্রী নিশ্চিত করেন, তিনি সুস্থ রয়েছেন। কেউ যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করে।
এরপর শনিবার (১০ জুন) সন্ধ্যায় এই ইস্যু নিয়ে লাইভে এসে কথা বলেন সাফা কবির। সেখানে তিনি জানান, শাহরিয়ার কবিরকে চেনেন না তিনি। তার বাবার নাম হুমায়ূন কবির সবুজ।
লাইভে এসে পরিবারের পরিচয় দিয়ে সাফা বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির সবুজ। আমি শাহরিয়ার কবিরের মেয়ে না। ডিউ টু রেসপেক্ট আমি শাহরিয়ার কবিরকে চিনি না।’
এ ছাড়া তিনি আরও নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন লাইভে।