তামান্না ভাটিয়া অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন

Jun 13, 2023 / 12:30pm
তামান্না ভাটিয়া অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন

অবশেষে সব জল্পনাকল্পনার অবসান। বিজয় বর্মার সাথে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তামান্না ভাটিয়া। জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।

সম্প্রতি ‘ফিল্ম কম্প্যানিয়ন’-এ দেয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘আমার মনে হয় শুধু সহ-শিল্পী হওয়াটা কারও প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট নয়। আমার আরও অনেক সহ-শিল্পী ছিলেন। কারও প্রতি মন থেকে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই।’

বিজয় সম্পর্কে তামান্না বলেন, ‘তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমি খুব সহজেই সামনের কথা ভাবতে পারি। দারুণ সংযোগ আমাদের। নিজেকে পুরোপুরি আমার কাছে সপে দিয়েছেন তিনি। ফলে আমার জন্যই তার কাছে নিজেকে সপে দেয়া সহজ হয়েছে।’

এরপর তামান্না বলেন, ‘বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা’।

এর আগে হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তামান্না বলেছিলেন, ‘আমরা একসঙ্গে সিনেমা করেছি। নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। সব কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এর বেশি কিছু বলতে চাই না।’

এবছরের একদম শুরুতে বিজয় বর্মার সঙ্গে তামান্নার প্রেম নিয়ে চর্চা শুরু হয়। নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি হন দুজন। এরপর থেকে কখনও এয়ারপোর্টে কিংবা কখনও ডিনার ডেটে তাদেরকে একসঙ্গে দেখা যায়। তবে প্রেমের ব্যাপারে এই প্রথম মুখ খুললেন তামান্না।

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা মেলে বিজয় বর্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

‘লাস্ট স্টোরিজ টু’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তামান্না-বিজয়কে। আগামী ২৯শে জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।

সূত্র: হিন্দুস্তান টাইমস