জাপানের রাষ্ট্রদূতের আশাবাদ আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে

Jun 1, 2023 / 02:32pm
জাপানের রাষ্ট্রদূতের আশাবাদ আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে জানতে আজ বেলা ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে এই আশার কথা জানান জাপানের রাষ্ট্রদূত।

এসময় রাষ্ট্রদূত বলেন, ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে জাপান।

এদিকে আগামী নির্বাচনে জাপানকে পর্যবেক্ষক পাঠাতে আহ্বান জানিয়েছে ইসি। জবাবে রাষ্ট্রদূত বলেন, জাপান সরকারে সাথে কথা বলে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রোডম্যাপ নিয়ে কথা হলেও জাপানের রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দেননি বলে বৈঠক শেষে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে রাষ্ট্রদূতকে ব্রিফ করেছেন।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি বাংলাদেশে যোগদান করার পর সিইসির সঙ্গে এটাই তার প্রথম সৌজন্য সাক্ষাৎ।