ধোনির কাছে হারতে কোনো আপত্তি নেই: হার্দিক পান্ডিয়া

আইপিএলের ১৬তম আসরে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়ে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের সঙ্গে হারতেও কোনো আপত্তি নেই গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। শিরোপা হাতছাড়া হলেও ধোনির জয়ে বরং খুশিই হয়েছেন পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার বৃষ্টিবিঘ্নিত ফাইনালে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস।
ম্যাচ শেষে ২৯ বর্ষী পান্ডিয়া বলেছেন, ‘আমি তার (ধোনি) জন্য অনেক খুশি হয়েছি। এটা তার ভাগ্যেই লেখা ছিল। আমাকে যদি হারতেই হয়, তবে ধোনির কাছে হারতে কোনো আপত্তি নেই। গতবছর বলেছিলাম ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে। আমার দেখা ভালো মানুষদের একজন তিনি। ঈশ্বর আমার প্রতি সদয় ছিলেন, কিন্তু আজ মনে হয় ঈশ্বর তাকে একটু বেশি দিয়েছেন।’
২১ বছর বয়সী শাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে টাইটান্স। বৃষ্টির পর চেন্নাইয়ের জয়ের জন্য পরিবর্তিত লক্ষ্য ১৫ ওভারে ১৭১ রানের হয়।
বৃষ্টির কারণে শিরোপা জয়ের সম্ভাবনা বাধা পড়েছে কিনা সেটি নিয়েও হার্দিক বলেছেন, ‘আমি সেই ছেলেদের মতো নই, যারা অজুহাত দিতে পছন্দ করে। সিএসকে আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তবে আমাদের ব্যাটিংও ভালো ছিল। বিশেষ করে শাইয়ের কথা আলাদা করে বলতেই হয়। এই পর্যায়ে এসে সে দুর্দান্ত খেলেছে। তার মঙ্গল কামনা করি এবং সে ভবিষ্যতে বিস্ময়কর কিছু করতে চলেছে।’