জায়রা ওয়াসিম এখন খাওয়ার সময়েও নেকাব খোলেন না

ইসলামের পথে চলার জন্য ২০১৯ সালে অভিনয় ছাড়েন বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা জায়রা ওয়াসিম। ওই সময়ের পর থেকে তিনি ইসলামের সম্পূর্ণ বিধান মেনে জীবনযাপন করেন। এখন তিনি খাওয়ার সময়েও নেকাব খোলেন না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন জায়রা। টুইটারে একটি ছবি শেয়ার করেন জায়রা। যাতে বোরখা দিয়ে মুখ ঢাকা অবস্থাতেই এক মহিলাকে খাবার খেতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে প্রশ্ন করা হয়েছিল, ‘এটা কি কোনও মানুষের সিদ্ধান্ত হতে পারে?
সেই টুইটটি শেয়ার করে জায়রা ক্যাপশনে লিখেছেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’
ধর্ম-বিশ্বাসের কারণ দেখিয়ে অভিনয় থেকে জায়রার অকাল অবসর নিয়ে সেসময় কম হইচই হয়নি।যদিও তখন থেকে আজও নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যা। এদিকে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা।