৬০ বছর বয়সে বিয়ে করায় এবার মুখ খুললেন আশিষের প্রথম স্ত্রী

May 29, 2023 / 02:47pm
৬০ বছর বয়সে বিয়ে করায় এবার মুখ খুললেন আশিষের প্রথম স্ত্রী

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো খলনায়ক তিনি। তবে বর্তমানে চলচ্চিত্রে তার উপস্থিতি খুবই কম। ৬০ বছর বয়সে এসে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। কনের নাম রুপালি বড়ুয়া। জীবনের এ পর্যায়ে এসে বিয়ে করায় বিষয়টি এখন বহুল চর্চিত।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন আশিসের প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া। এই অভিনেত্রী-গায়িকা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সঠিক ব্যক্তি আপনাকে প্রশ্ন করবেন না যে, আপনি তাদের কী বলতে চাইছেন! আপনি আঘাত পেতে পারেন, এজন্য তারা এটা করবেন না।’

আরেকটি স্টোরিতে রাজশী বড়ুয়া লিখেন, ‘এখনই আপনি আপনার মন থেকে অতিরিক্ত চিন্তাভাবনা এবং সন্দেহ দূর করুন। ব্যাখ্যা করতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, শান্তি ও প্রশান্তি আপনার জীবনকে পূর্ণ করুক। আপনি অনেক দিন ধরেই শক্ত ছিলেন, আপনার আশীর্বাদ গ্রহণ করার সময় এসেছে। আপনি এর যোগ্য।’
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আশিসের প্রাক্তন শাশুড়িও। রাজশী বড়ুয়ার মা শকুন্তলা বড়ুয়া একজন গুণী অভিনেত্রী। সন্তান ভালো না থাকলে পৃথিবীর কোনো মা ভালো থাকেন না। মেয়ের ২২ বছরের সংসার ভাঙার কারণে বিশেষ ভালো নেই শকুন্তলাও। ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান এই অভিনেত্রী।

বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে কি আপনার সঙ্গে আলোচনা করেছিলেন রাজশী? এ প্রশ্নের জবাবে শকুন্তলা বড়ুয়া বলেন— ‘এত বছরে ওদের মধ্যে কোনো ঝগড়া দেখিনি। কী হলো বলতে পারব না। আমি আমার মেয়েকে নিয়ে আর পাঁচজন মায়ের মতোই চিন্তা করি। জানি, ও ভালো আছে। আমি আর কিছুই চাই না। আশিসও ভালো ছেলে। আশিসের জন্য আমার আশীর্বাদ রইল। ওদের ছেলেও বড় হয়ে গিয়েছে। পড়াশোনা শেষ করে চাকরি করছে। কয়েক দিন আগে দেখাও করে গিয়েছে। আমার সঙ্গে কথা বলে ওরা কোনো সিদ্ধান্ত নেয়নি। দু’জনেই প্রাপ্তবয়স্ক, এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই।’

উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়া আশিসের প্রথম স্ত্রী। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কি কারণে এ সংসার ভেঙে গেছে তা জানা যায়নি। তবে রাজশীর সোশ্যাল মিডিয়ায় এখনো শোভা পাচ্ছে আশিসের ছবি।