ভারতীয় নায়িকাকে নিয়ে কক্সবাজার কেক কাটলেন শাকিব খান

শাকিব খান আসন্ন ঈদুল আজহার সিনেমা প্রিয়তমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে মুক্তি নিশ্চিত করতেই দিনরাত ক্যামেরার সামনে থাকতে হচ্ছে শাকিব খানকে। রবিবার বঙ্গোপসাগরের তীরের জেলা কক্সবাজারে শুটিং করছিলেন শাকিব খান। কিন্তু শাকিবের ক্যারিয়ারের একটি বিশেষ দিন ছিল রবিবার।
দুই যুগ আগে অর্থাৎ ২৪ বছর আগে এই দিনেই শাকিব ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অভিষিক্ত।
দিনব্যাপী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছিলেন শাকিব। শুটিংয়ের ফাঁকে সোশ্যাল হ্যান্ডেলে সেসব খেয়ালও করছিলেন। শাকিবের শুটিং ইউনিট, ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ কিংবা শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কলকাতা থেকে আসা ইধিকা পাল কেউই ভোলেননি।
তাই আকস্মিক শুটিং থামিয়ে কেক খাইয়ে দিলেন ইধিকা পাল। মূলত কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে শাকিবের ক্যারিয়ারের এই উজ্জ্বল ক্ষণটিকে কেক কেটে উদযাপন করা হয়।
এসময় শুটিং ইউনিটের সকলেই উপস্থিত থেকে শাকিব খানের ২৪ বছর উদযাপনের পাশাপাশি আসন্ন সময়কে ঘিরে শুভাশীষ জানান।
ক্যারিয়ারের বিশেষ এই দিনে অনুরাগীদের উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন কিং খান।
শাকিব বলেছেন, “ঠিক দুই যুগ আগে আজকের দিনে শুরু হয়েছিল আমার রূপালি পর্দার যাত্রা। শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ভাইয়ের পরিচালনায়, এস পি প্রোডাকশনের প্রযোজনায় এসেছিল আমার চলচ্চিত্র ‘অনন্ত ভালোবাসা’।
অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম সেই ২৪ বছর আগে। তখনও জানতাম না পরের মূহূর্তে আমার জন্য কী অপেক্ষা করছে! জায়গাটা মোটেই সহজ ছিল না, পথটাও ছিল না মসৃণ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়তে হয়েছে।
প্রতিকূল চারপাশকে সাজাতে হয়েছে আমার মতো করে। প্রতিদিনের নতুন সূর্যোদয়ের সঙ্গে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, সততা এবং কাজের প্রতি মমতা দিয়ে আমার দিন শুরু হয়েছে, শেষ হয়েছে নতুন আশা নিয়ে।”
ক্যারিয়ারের শুরু থেকে যাদের সাহায্য পেয়েছেন তাদের স্মরণ করতেও ভুললেন না শাকিব। বললেন, ‘লম্বা এই সময়ে চারপাশের অনেককিছু বদলেছে। হারিয়েছি অনেক গুণীজন, যাদের স্নেহ আর সাহস আমার যাত্রাপথে সাহস যুগিয়েছে।
এখনেও অনেক অগ্রজরা আছেন যারা আমাকে বলেন, বড় গাছের ওপর ঝড়টা একটু বেশিই অনুভব হয়। তুমি হাল ছেড়ো না, শক্ত করে ধরে থাকো মাটি। পথে চলতে চলতে অনেক নতুনের সঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়েছি। তাদের মধ্যে অনেকে আছে, অনেকে আবার নেইও এই রূপালি জগতে।”
এ ছাড়া ক্যামেরার পেছনের মানুষ, সহশিল্পী, প্রযোজক, কুশলী, গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাকিব খান।