৩৪ বলে সেঞ্চুরি করে সাইমন্ডসের ইংলিশ রেকর্ডের পাশে অ্যাবট

মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে নিজের রেকর্ড ভাঙা ব্যাটিংয়ে নিশ্চয়ই অবাক হয়েছেন অজি পেসার শন অ্যাবট। ইংলিশ টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ২০০৪ সালে প্রয়াত অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের কীর্তিতে ভাগ বসালেন সারের এই অলরাউন্ডার। দ্য গার্ডিয়ানের খবর।
সারে যখন ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন ক্রিজে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যাবট। ২২ বলে হাঁকান ক্যারিয়ারের প্রথম ফিফটি। এরপর ৩৪ বলে পূরণ করেন সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থাকেন অ্যাবট। ৪১ বলের এই ইনিংসটিতে রয়েছে ৭টি চার ও ১১টি ছক্কা। ১৭তম ওভারে স্বদেশী পেসার কেন রিচার্ডসনের উপর দিয়ে ঝড় বইয়ে দেন অ্যাবট। ৬, ৪, ৬, ৪, ৪, ৬- রিচার্ডসনের ওভারে মোট ৩০ রান তোলেন শন অ্যাবট।
An utterly brilliant innings from Sean Abbott 🔥
Watch every run he scored in the joint-fastest hundred in Vitality Blast history 🙌#Blast23 pic.twitter.com/kebC5tfUyf
— Vitality Blast (@VitalityBlast) May 26, 2023
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য ক্রিস গেইলের দখলে। আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। অ্যাবটের ঝড়ে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে স্বাগতিক সারে। কেন্টের বিপক্ষে তারা ম্যাচটি জেতে ৪১ রানে।