সালমানের দেহরক্ষীর ধাক্কা, মুখ খুললেন ভিকি

May 27, 2023 / 03:55pm
সালমানের দেহরক্ষীর ধাক্কা, মুখ খুললেন ভিকি

সালমান খানের নিরাপত্তারক্ষীরা আবুধাবিতে আইফার ব্যাকস্টেজে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে ভিকি কৌশলকে, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। অবশেষে এই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ভিকি।

আইফা রকসের গ্রিন কার্পেটে পিটিআইকে ভিকি বলেন, ‘ভিডিওতে যেরকম দেখা যায় আসলে সেরকম হয় না কখনও কখনও। অনেক বাড়িয়ে বলা হয়। মানুষ কিছু বিষয় নিয়ে বেশিই কথা বলতে শুরু করে। এটা নিয়ে কথা বলার কোনো অর্থই নেই।

পরে আরেকটি ভিডিও শেয়ার করা হয় এক পাপারাজ্জির অ্যাকাউন্ট থেকে যেখানে দেখা যায় ওই ইভেন্টেই সালমান খান এসে জড়িয়ে ধরেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলকে।

ভিকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর সালমানকে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল সমালোচনা। এক ভক্ত লিখেছেন, ‘সালমান সবসময়েই এমন করেন’। আরেকজন লিখেছেন, ‘ক্যাটরিনাকে নিয়ে সালমানের মনে এখনও ক্ষোভ রয়ে গেছে তা এই ব্যবহারেই স্পষ্ট।’

২ বছর প্রেমের পর ২০২১ সালে রাজস্থানে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। বিয়েতে খান পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। তবে বিয়ের পর অর্পিতা খানের ঈদ পার্টিতে গিয়েছেন ক্যাটি। ভিকিও গিয়েছেন ‘বিগ বস’-এর সেটে।

সূত্র: হিন্দুস্তান টাইমস