বর্ণবাদী আচরণ করায় নিষিদ্ধ হলেন সাবেক দুই ইংলিশ ক্রিকেটার

ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার গ্যারি ব্যালেন্স এবং টিম ব্রেসনানকে নিষিদ্ধ করেছে ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি)। একই অভিযোগে কাউন্টি ক্লাবটির আরও চারজন ক্রিকেটার, কোচের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অবসরে চলে যাওয়া ক্রিকেটার ও কোচরা আবারো ক্রিকেটে ফিরতে চাইলেই তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর সম্ভব হবে।
ইংল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাল্যান্স হয়েছেন ৬ ম্যাচ নিষিদ্ধ। পাশাপাশি তাকে দিতে হবে ৩ হাজার পাউন্ড জরিমানা।
৩৮ বর্ষী সাবেক ইংলিশ অলরাউন্ডার ব্রেসনান ২০১৫ সালের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ক্রিকেট থেকে অবসর ভেঙে ফিরলে তার উপর নেমে আসবে তিন ম্যাচের নিষেধাজ্ঞার খড়গ। একইসঙ্গে ৪ হাজার পাউন্ড জরিমানাও দিতে হবে। ইংল্যান্ডের জার্সিতে ১৪২টি আন্তর্জাতিক ম্যাচ ব্রেসন্যান খেলেছিলেন।
সাবেক ইংলিশ পেসার ম্যাথু হগার্ডকে ৪ হাজার পাউন্ড ও ক্রিকেটার জন ব্লেইনকে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। ইয়র্কশায়ারের সাবেক কোচ অ্যান্ড্রু জেলকে ৪ সপ্তাহের কোচিং নিষেধাজ্ঞা ও ৬ হাজার পাউন্ড জরিমানা, সাবেক সহকারী কোচ রিচার্ড পাইরাহকে ৪ সপ্তাহের কোচিং নিষেধাজ্ঞা ও ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়।