আমির খান অবশেষে ফাতিমাকেই বিয়ে করতে যাচ্ছেন!

May 26, 2023 / 12:21pm
আমির খান অবশেষে ফাতিমাকেই বিয়ে করতে যাচ্ছেন!

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল এই জুটিকে নিয়ে। বলিউডের অন্যতম মহারথী আমির খান ও মেধাবী অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে দ্বিধাবিভক্তি থাকলেও বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি আমির কিংবা ফাতিমা। তবে সম্প্রতি দুজনের একটি ভিডিও ভাইরাল হওয়ায় সেই গুঞ্জনে নতুন করে বাতাস লেগেছে।

শোনা যাচ্ছে, দীর্ঘদিন ডেটিং করার পর ফাতিমাকেই তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চলেছেন আমির। এবার গুঞ্জনকে আরো উস্কে দিলেন নিজেকে ফিল্ম সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করা কমল আর খান! বৃহস্পতিবার (২৫ মে) কমল এক টুইটের মধ্য়ে দিয়েই ফাতিমা ও আমিরের বিয়ের খবর রটিয়ে দেন।

কমল নিজের টুইট বার্তায় লেখেন, “ফাতিমাকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমার শুটিংয়ের সময় থেকে ফাতিমাকে ডেট করছেন আমির।

এবার বিয়ে।”
1
ফাতিমার সঙ্গে আমির খান
কমল আর খানের এই টুইটের পরই বলিউড জুড়ে রটেছে চলতি বছরের শেষের দিকেই নাকি বিয়ে করবেন আমির ও ফাতিমা। খুব শীঘ্রই নাকি এই বিয়ে নিয়ে প্রকাশ্য়ে জানাবেন তিনি। তবে আপাতত এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি আমির ও ফাতিমা কেউই।

অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের কথা গুঞ্জন ২০১৬ সাল থেকেই। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের ‘দঙ্গল’ চলচ্চিত্র। সিনেমাটিতে ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির। শোনা যায়, ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু।

বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফাতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গেছে ফাতিমাকে। এ খবর কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়।

তবে এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথায় আদিত্য চোপড়ার ‘থাগস অফ হিন্দুস্তান’ চলচ্চিত্রে ফাতিমার সুযোগ পাওয়ার পর থেকে। শোনা যায়, বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন।

সমালোচকদের মতে, ফাতিমার প্রতি আমিরের এই প্রেমই ধীরে ধীরে কিরণ রাওয়ের সংসারে আগুন লাগিয়েছে। যার ফল তাদের বিবাহবিচ্ছেদ। আর এবার সেই ফাতিমার সঙ্গেই নাকি বিয়ের বন্ধনে বাধা পড়তে যাচ্ছেন আমির খান!

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া