ঝড়ে ভেঙে গেছে ঘর: ‘কেউ একটু সাহায্য করলে মাইয়াগো লইয়া বাঁচতে পারতাম’

May 24, 2023 / 01:03pm
ঝড়ে ভেঙে গেছে ঘর: ‘কেউ একটু সাহায্য করলে মাইয়াগো লইয়া বাঁচতে পারতাম’

ঝড়ে ভেঙে যাওয়া ঘরের সামনে সন্তান নিয়ে দাড়িয়ে আছেন লাকী আক্তার।
‘আমার ৫টা মাইয়া। স্বামী ভ্যান গাড়ি দিয়া ঝালমুড়ি বেঁচে সংসার চালায়। ৫ দিন আগে তুফানে (কালবৈশাখী) আমার ঘর ভেঙে গেছে। এহন কোন খাওন দাওন নাই।

মানুষ যা দিতাছে তা খাইয়া জীবন বাঁচাইতাছি। কেউ যদি একটু সাহায্যে করতো আমার মাইয়াগো বাঁচাইতে পারতাম।’ কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের হাজরাগাতি গ্রামের শহীদ মিয়ার স্ত্রী লাকী আক্তার (৩৪)।
লাকী আক্তারের স্বামী শহীদ মিয়ার নিজের বসত ভিটে নাই।

শহীদ মিয়ার মামা আক্কাস মিয়ার দেওয়া জমিতে একটি ছোট ঘরে বসবাস করে তার পরিবার। ৫ টি মেয়েসহ ৭ জনের সংসার তার। শহদী মিয়া একটি ভ্যান গাড়ি দিয়ে ভাসমান ভাবে ঝালমুড়ি বিক্রি করেন। এতে যা আয় হয় তা দিয়েই সংসার চালায়।

গত বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে তার একমাত্র বসত ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়। এর সাথে তার উপার্জনের ভ্যানগাড়িটি ভেঙে গেছে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে প্রতিবেশী সিদ্দিক মিয়ার ঘরের বারান্দায় আশ্রয় নিয়েছেন। শহীদ মিয়া জানান, ‘ঝড়ে আমার বসতঘর সহ ঝালমুড়ি বিক্রির গাড়িটা ভেঙে গেছে। আজ ৫ দিন ধরে আরেক জনের বারান্দায় আছি।

ঘরে কোন চাউল, ডাইল নাই। গ্রামের লোকজন কিছু সাহায্যে দিয়েছে তা খেয়ে মাইয়াগো নিয়া বাঁইচা আছি। ঘর ঠিক করার মতো টাকা পয়সা নাই আমার। বাঁচার জন্য সরকারের কাছে আমি সাহায্য চাই।’

গত রবিবার (২১ মে) বিকেল আনুমানিক ৩ টা ৩০ মিনিটের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় এক ঘন্টার স্থায়ী কালবৈশাখী ঝড়ে পাল্টে যায় মদন উপজেলার চিত্র। সোমবার পর্যন্ত ২২৯ টি পরিবারের ঘর ভেঙে যাওয়ার তথ্য সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া গোবিন্দশ্রী ইউনিয়নের ১৫ জন ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাল ও ৫০০ করে নগদ টাকা বিতরণ করেন। বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান, ‘ঝড়ের পর থেকে আমি নিজে সরজমিন পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করছি। ক্ষতিগ্রস্থদের জন্য সরকরা কর্তৃক সম্ভাব্য সহায়তা প্রদান করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বুধবার সকাল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।’