পুলিশ রাখালের বেশ ধরে ধরল আসামি

May 21, 2023 / 03:11pm
পুলিশ রাখালের বেশ ধরে ধরল আসামি

জেলের পর এবার রাখালের ছদ্মবেশে বিচ্ছিন্ন চর থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করল ভোলার তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিসাত হোসাইন।

রবিবার (২১ মে) সকালে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর নাসরিন থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম ওই এলাকার জেবল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, আটক আব্দুর রহিম বন আইনের সিআর ১৭/১৪ নম্বর মামলার ছয় মাসের পলাতক আসামি।

তিনি তজুমদ্দিনের চর নাসরিনে বসবাস করতেন। কিন্তু পুলিশের পোশাকে এ সকল চরে পালিয়ে থাকা আসামিদের গ্রেপ্তার করতে গেলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পরে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিসাত হোসাইনসহ পুলিশের একটি টিম রাখালের ছদ্মবেশ ধারণ করে রবিবার ভোরে ঘাস কাটতে চর নাসরিনে যান। এসময় আব্দুর রহিম বাড়ি থেকে বের হলে সাথে সাথে তাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করে ট্রলারযোগে থানায় নিয়ে আসেন।

পরে দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, তজুমদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিরা বিচ্ছিন্ন চরগুলোতে বসবাস করেন। তাই এদেরকে ছদ্মবেশে গিয়ে গ্রেপ্তার করতে হয়। পুলিশের পোশাকে চরগুলোতে গেলে তারা খবর পেয়েই পালিয়ে যান।

তাই বিভিন্ন সময়ে জেলে, রাখালসহ বিভিন্ন ছদ্মবেশে এদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে শনিবার সকালে তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিন থেকে জেলে সেজে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেন এসআই মো. রিসাত হোসাইন।