ভারতীয় অভিনেত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেলেন

শুটিং শেষ করে ফেরার পরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের ছোটপর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। শনিবার রাতে শুটিং শেষ করে অ্যাপভিত্তিক বাইকে চড়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
জানা গেছে, লরির চাপায় মৃত্যু হয়েছে অভিনেত্রীর। পুলিশ ঘাতক লরি চালককে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সুচন্দ্রা যেই বাইকে ছিলেন সেটির সামনে হঠাৎ করেই একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। এসময় পেছন থেকে একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট থাকলেও সেটি ভেঙে গেছে।
ভারতের ছোট পর্দার পরিচিত মুখ সুচন্দ্রা। ‘গৌরি এলো’ সহও একাধিক ধারাবাহিকে তাকে দেখা গেছে।
সূত্র: আনন্দবাজার