শাকিবকে খুব টেকনিক্যালি ব্ল্যাকমেইল করা হচ্ছে : প্রিন্স মাহমুদ

ব্যান্ডসংগীতে কালজয়ী সব গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ গতকাল শুক্রবারে রাতে সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে তুলনা করে শাকিব খানের সঙ্গে ঘটা সাম্প্রতিক বিষয়গুলোর তুলনা করেছেন।
শাকিবকে বিভিন্নভাবে আটকানো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনায় পড়ার বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি নায়িকা অপু-বুবলীর উত্থানে শাকিবের অবদানের কথা উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে প্রিন্স মাহমুদ তার ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে লিখেছেন, ‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমন শাহ্র মতো, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সব অর্জন শাকিব খানের জন্য।’
৯০-এর দশকে সালমান শাহর মৃত্যুর আগের সময়টা তুলনা করে জেমসের ‘আমার সোনার বাংলা’ গানের স্রষ্টা লিখেছেন, ‘আমার সালমান শাহ্ মারা যাওয়ার আগের সময়টা মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল।’
শাকিব জানিয়েছেন, বুবলী তাকে ব্ল্যাকমেইল করছেন।
সম্পর্ক টিকিয়ে রাখার নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব জানান, বুবলীর সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু বাবা হিসেবে সন্তান শেহজাদ খান বীরের দেখভাল করছেন।
ওই স্ট্যাটাসের মন্তব্যে প্রিন্স মাহমুদ আরো লেখেন, ‘খুব টেকনিক্যালি তাকে (শাকিব খান) ব্ল্যাকমেইল করা হচ্ছে।
ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। সাংবাদিকসহ সব বন্ধুকে বলি, মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না আসলে তার বিরুদ্ধাচরণ করবেন না। এ রকম নায়ক এক যুগে একটা আসে।’
শাকিব খানের দুই বাংলায় সাড়া ফেলা ছবি ‘শিকারি’র কথা উল্লেখ করে প্রিন্স মাহমুদ বলেন, “ ‘শিকারি’ সিনেমা আজ দেখলাম। যা বুঝলাম তার (শাকিব খান) ক্ষমতার সিকি ভাগও এ দেশে কেউ দেখাতে পারেনি।