আইপিএলের নিয়ম নিয়ে ক্ষোভ জানালেন গাভাস্কার

May 20, 2023 / 02:28pm
আইপিএলের নিয়ম নিয়ে ক্ষোভ জানালেন গাভাস্কার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচে একটি নো-বলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভারতের সাবেক এই তারকা। গাভাস্কারের মতে, বোলারদের ওপর একটু বেশি কড়াকড়ি করা হচ্ছে।

হায়দরাবাদের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করার সময় ৪১ রানের মাথায় নীতীশ রেড্ডির করা একটি বাউন্সারে আউট হন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ দু প্লেসি।

কিন্তু ওভারে দ্বিতীয় বাউন্সার হিসাবে নো-বল ডাকেন আম্পায়ার। আইপিএলের নিয়ম, ওভারে পেসাররা একটিই বাউন্সার করতে পারবেন। দ্বিতীয় বাউন্সার করলে আম্পায়ার ‘ওয়াইড’ বা ‘নো’ ডাকতে পারেন। এই নিয়ম নিয়ে ক্ষুব্ধ গাভাস্কার।

বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচে যখন এই ঘটনা ঘটেছিল, তখন ধারাভাষ্য দিচ্ছিলেন গাভাস্কার। তিনি বলেন, ‘বল যদি কাঁধের বেশ খানিকটা ওপর দিয়ে যায় বা হেলমেটের উপর দিয়ে যায়, তখন তাকে বাউন্সার বলা যেতে পারে। কিন্তু দু প্লেসি কাঁধের উচ্চতায় বলটা মেরেছে। তাহলে কীভাবে এটা বাউন্সার হবে! আম্পায়ারদের এ কথা মাথায় রাখা উচিৎ।

বোলারদের এত নিয়মে বেঁধে রাখলে তারা স্বাধীনভাবে বল করতে পারবে না বলে মনে করেন গাভাস্কার। নিয়ম বদলের কথা বলেছেন তিনি। গাভাস্কার বলেন, ‘বোলারদের তো হাত বেঁধে বল করতে বললেই হয়। তাহলে আরো ভালো হবে। এ রকম নিয়ম করলে খেলায় ব্যাটারদের দাপট আরো বাড়বে।

এই নিয়মের বদল করতে হবে।’