১২ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক পাঙ্গাস

May 18, 2023 / 07:01pm
১২ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক পাঙ্গাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বৃহস্পতিবার জেলের জালে সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার ৬নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর অদূরে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তদার দুলাল মণ্ডল জানান, উপজেলার উজানচর কর্নেশনা এলাকার জেলেরা মাছটি ধরে সকালে বিক্রির জন্য আমার আড়তে নিয়ে আসেন। এখানে মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মণ্ডল উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ১২ হাজার ৩৫০ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মণ্ডল বলেন, মাছটি বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখে বিক্রির জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করছি। কিছু লাভ পেলে বিক্রি করে দেব।