ধৈর্য ধরে রাখতে ব্যার্থ তামিম ইকবাল

জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে ড্র (১-১) করার সুযোগ পাবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা।
ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে অংশ নিলেন ওপেনর তামিম ইকবাল। গত ৯ মাস ধরে রান খড়ায় ভোগা দেশসেরা ওপেনার তামিম এদিন। ইনিংসের শুরু থেকেই সাবধানি ব্যাটিং করেছেন।
উইকেটের অন্য প্রান্তে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নিলেও ব্যতিক্রম ছিলেন তামিম। ৬১ বলে ক্যারিয়ারের ৫৬তম ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির পথে যাচ্ছিলেন তিনি। তাকে ৬৯ রানে সাজঘরে ফেরেন ডকরেল।
৩৩.৩ ওভারে ১৮৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন তামিম।