ভারতকে টপকে সুপার লিগ টেবিলের তিনে বাংলাদেশ

May 13, 2023 / 09:26pm
ভারতকে টপকে সুপার লিগ টেবিলের তিনে বাংলাদেশ

রান উৎসবের ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ৩২০ রানের লক্ষ্য বাংলাদেশ টপকেছে ৩ বল হাতে রেখে। পেয়েছে ৩ উইকেটের রোমাঞ্চকর জয়। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে তামিম ইকবালের দল। আর তাতেই ভারতকে টপকে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে টাইগাররা তিন নম্বরে উঠেছে।

আইসিসি প্রকাশিত পয়েন্ট টেবিল থেকে জানা যায়, ২৩ ম্যাচে ১৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ। নির্ধারিত ২৪ ম্যাচের সবগুলো খেলে ফেলা নিউজিল্যান্ড ১৭৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। সমান খেলায় ১৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড।

আইরিশদের বিপক্ষে বাংলাদেশ জয় পাওয়ায় চার নম্বরে নেমেছে ভারত। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ১৩৯। পাকিস্তান সমান ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আটটি দল হল-স্বাগতিক ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। বাকি দুই দল বাছাইপর্ব পেরিয়ে জায়গা নেবে।

আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হল- নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।