টিকটকে একটি ভিডিও দিয়েই ১০ বছরের বেতনের সমান আয়, ছাড়লেন চাকরি!

May 12, 2023 / 03:31pm
টিকটকে একটি ভিডিও দিয়েই ১০ বছরের বেতনের সমান আয়, ছাড়লেন চাকরি!

চীনের এক কিন্ডারগার্টেন শিক্ষক একটি টিকটক ভিডিও প্রচারের পর চাকরি ছেড়ে দিয়েছেন। ওই ভিডিও থেকে তার ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় হয়েছে।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হুবেই প্রদেশের ওই নারী শিক্ষক হুয়াংয়ের ছড়া শেখানোর একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়। শিক্ষার্থীদের শেখানো ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি অনলাইনে জনপ্রিয়তা পান।

গত ৫ মে চীনা সংবাদমাধ্যম ওরিয়েন্টাল ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী সুর করে পড়া ছড়ার একটি ক্লিপ ১০ কোটির বেশি বার দেখা হয়েছে। এর পর টিকটকে তার ৪ দশমিক ৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার হয়।

মে মাসের শুরুতে হুয়াং ফলোয়ারদের অনুরোধে প্রথম নার্সারি ছড়া লাইভস্ট্রিম করতে রাজি হন তিনি। ওই সেশনে তিনি ৪ লাখ থেকে ৫ লাখ ইউয়ান আয় করেন বলে জানা গেছে।

তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমি একদিন লাইভ-স্ট্রিম করেছি এবং আমার ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় করেছি। সবাইকে ধন্যবাদ।’

ওরিয়েন্টাল ডেইলির খবরে বলা হয়, হুয়াং এখন ফুলটাইম লাইভস্ট্রিমিং করছেন। এ ছাড়া তিনি একটি প্রভাবশালী ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন। তিনি শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান আয় করতেন।