কলকাতার সামনে তিনে উঠার হাতছানি

May 11, 2023 / 02:33pm
কলকাতার সামনে তিনে উঠার হাতছানি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনসে নীতিশ রানাদের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

কেকেআরের অবস্থা খুব একটা ভালো ছিল না কিছুদিন আগেও। তবে টানা দুই জয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে দারুণভাবে ফিরে এসেছে কলকাতা। ফর্মে আছে কেকেআরের ব্যাটাররা।

ইংলিশ তারকা জেসন রয় আছেন ছন্দে, আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছেন আরেক বিদেশি আন্দ্রে রাসেলও। অধিনায়ক নীতীশ রানাও আছেন ফর্মে। আর ফিনিশার রিঙ্কু সিং তো আছেন ক্যারিয়ারের সবচেয়ে সেরা ছন্দেই। তবে রহমানুল্লাহ গুরবাজ ও বেঙ্কটেশ আয়ারকে রানে ফিরতে হবে।

বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন বরুণ চক্রবর্তী। সঙ্গে রয়েছেন তরুণ সুয়েশ শর্মা। দুই তরুণ পেসার বৈভব অরোরা ও হারশিত রানাও কার্যকরী ভূমিকা রেখেছে গত দুই ম্যাচে। তবে ফর্মে নেই সুনীল নারিন।

এদিকে ফর্ম হারিয়ে ধুঁকছে রাজস্থান রয়্যালস। নিজেদের সর্বশেষ তিন ম্যাচে হেরেছে তারা। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ তাদের জিততেই হবে।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে রয়েছে কলকাতা। আজ জিতলে পয়েন্ট তালিকার তিনে উঠে যাবে তারা।