স্কুলে যাওয়ার পথে অটোভ্যানচাপায় প্রাণ গেল মাইশার

নাটোরের লালপুরে স্কুলে যাওয়ার পথে অটোভ্যানের চাপায় মাইশা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। সে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মঙ্গলবার (৯ মে) সকাল সোয়া ৯টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর (কবিরাজপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মাইশা খাতুন নবীনগর (কবিরাজপাড়া) গ্রামের মো. মোবারক হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর (কবিরাজপাড়া) নামক স্থানে বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদী রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার পথে শিশু মাইশা খাতুনকে একটি অটোভ্যান ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
এরপর ভ্যানটি তার পেটের ওপর চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন।
কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে পেটের আলট্রাসনোগ্রাফির জন্য প্রেসক্রিপশন করে দেন। পরিবারের লোকজন তাকে গোপালপুর আনোয়ার জেনারেল হাসপাতাল থেকে আলট্রাসনোগ্রাফি করে বাড়িতে নেন।
এরপর হঠাৎ দুপুর দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।