টুইটারে আসল নতুন ফিচার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে কল এবং মেসেজিং ফিচার যোগ করাসহ নতুন কিছু ফিচারের ধারণা দিয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার একটি টুইট বার্তায় ইলন মাস্ক টুইটারে নতুন ফিচার যোগ করার বিষয়ে ধারণা দিয়েছেন।
তিনি বলেন, শীঘ্রই এই প্ল্যাটফর্মে আসছে আপনার একাউন্ট থেকে যে কারো সাথে ভয়েস এবং ভিডিও চ্যাট করার অপশন, এর ফলে আপনি বিশ্বের যেকোন স্থানের মানুষের সাথে তাদের ফোন নম্বর শেয়ার না করে কথা বলতে পারবেন।
টুইটারে কল ফিচার যোগ করা হলে তা এই প্লাটফর্মটিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। মাস্ক জানান, এনক্রিপ্টেড মেসেজিং এর একটি সংস্করণ বুধবার (অর্থাৎ আজ) থেকে টুইটারে পাওয়া যাবে, তবে কলগুলো এনক্রিপ্ট করা হবে কিনা তা জানাননি তিনি।
এই সপ্তাহে টুইটার ঘোষণা করেছে, বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করবে তারা।