২ শিক্ষক এক গরুর মালিকানা দাবি করছে, মীমাংসা হলো যেভাবে

খুলনার পাইকগাছায় একটি গরুর মালিকানা দুই শিক্ষক দাবি করায় বিপদে পড়েন দুই ইউনিয়নের চেয়ারম্যান। এ জন্য শনিবার সন্ধ্যায় প্রকৃত মালিকানা নিয়ে উপজেলার গড়ইখালী ও লস্কর ইউনিয়নের মধ্যবর্তী মিনহাজ বাজারে সালিশবৈঠক হয়।
লস্কর খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক মণ্ডল ও গড়ইখালী শান্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদর্শন মণ্ডল (অব) একই গরুর মালিকানা দাবি করেন।
সুদর্শন জানান, তার গরুটি সাত দিন আগে হারিয়ে যায়।
অন্যদিকে দীপক মণ্ডল বলেন, আমার গরু আমার বাড়িতে আছে।
এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সমস্যা সমাধানে বিপদে পড়েন গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু ও লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। দুপক্ষই তাদের দাবিতে অটল থাকায় সিদ্ধান্ত হয় গরুর বিচার গরু করবে।
সেই মোতাবেক দুই ইউনিয়নের মধ্যবর্তী খড়িয়া মিনহাজ ওয়াপদা থেকে গরু ছেড়ে দেওয়া হয়। গরু চলে যায় দীপক মাস্টারের বাড়িতে।
এ ব্যাপারে চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু ও কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, গরুর সালিশ গরুই করছে।