গৃহহীন নারী লটারিতে বাজিমাত করল

May 7, 2023 / 12:28pm
গৃহহীন নারী লটারিতে বাজিমাত করল

একসময় গৃহহীন ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা লুসিয়া ফরসেথ। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পিটসবার্গ এলাকার ওয়ালমার্ট সুপারসেন্টারে তেল কিনতে যান তিনি। সেখানে লটারির টিকিটে চোখ পড়ে তাঁর। ভাগ্য পরিবর্তনের জন্য চোখ বন্ধ করে একটি টিকিট তোলেন। চোখ খুলতেই পাল্টে যায় তাঁর ভাগ্য। টিকিট ঘষে বনে যান ৫০ লাখ ডলারের মালিক।

স্থানীয় সময় গত বুধবার ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ লুসিয়ার লটারি জয়ের ঘোষণা দেয়। বিজয়ী লুসিয়া ফরসেথ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম লটারিতে শুধু আরেকটি টিকিট জিতেছি। কিন্তু যাচাই করে দেখি, আমি ৫০ লাখ ডলার জিতেছি।’

ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ বলছে, চলতি বছর ক্যালিফোর্নিয়া টিকিটের তৃতীয় বিজয়ী হিসেবে ৫০ লাখ ডলার জিতলেন লুসিয়া। এখনো এই সমপরিমাণ অর্থের আরো দুটি টিকিট বাজারে রয়েছে।

প্রতি ৩০ লাখ ৮৮ হাজার ৮৫৪ বারের মধ্যে মাত্র একবার লটারিতে ৫০ লাখ ডলার জেতার সম্ভাবনা আছে। লুসিয়া ফরসেথের লটারি জয় অনেকটা রূপকথার গল্পের মতো। ২০১৭ সালেও তাঁর থাকার কোনো জায়গা ছিল না।

তিনি বলেন, ‘মাত্র ছয় বছর আগেও গৃহহীন ছিলাম। আমার মতো কারও সঙ্গে এমনটা ঘটবে, তা কখনো ভাবিনি।’ চলতি বছরই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। সূত্র : সিএনএন