কলকাতার অধিনায়কের স্ত্রীকে উত্ত্যক্ত, দুই যুবকের ছবি প্রকাশ!

May 7, 2023 / 11:53am
কলকাতার অধিনায়কের স্ত্রীকে উত্ত্যক্ত, দুই যুবকের ছবি প্রকাশ!

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানার স্ত্রী সাচি মারওয়াহকে উত্ত্যক্ত করেছে দুই যুবক। খোদ দিল্লিতে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটেছে। সাচির গাড়িতে ওই দুই যুবক তাদের বাইক দিয়ে বারবার ধাক্কা মারেন। এরপর জানালার কাছে এসে আজেবাজে কথাও বলেছেন। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেও নাকি ফল পাননি সাচি মারওয়াহ।

সোশ্যাল মিডিয়ায় উত্ত্যক্তকারী দুই যুবকের ছবি প্রকাশ করে সাচি লিখেছেন, ‘দিল্লিতে খুব সাধারণ একটা দিন কাটালাম। কাজ শেষে বাড়ি ফিরছিলাম। এই ছেলে দুটি হঠাৎ করে আমার গাড়িতে ধাক্কা মারতে শুরু করল! কোনো কারণ ছাড়াই তারা আমার গাড়ির পিছু নেয় এবং বিরক্ত করতে থাকে।

ফোনে দিল্লি পুলিশকে অভিযোগ করলে পুলিশ আমাকে বলে, ‘যেহেতু আপনি নিরাপদে বাড়িতে পৌঁছে গেছেন, তাই ছেড়ে দিন। পরেরবার নম্বরটা (বাইকের) নোট করে রাখবেন।’ আরো একবার! তাহলে পরেরবার ওদের ফোন নম্বরও নিয়ে রাখব!’ g

এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইনস্টাগ্রামে দেওয়া সাচির সেই পোস্ট অসংখ্য ভক্ত-অনুরাগীরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। বিচার দাবি করেছেন। দিল্লি পুলিশের অবস্থানেরও বেশ সমালোচনা হচ্ছে। ঘটনাটি নিয়ে নিতীশ রানাও এখন পর্যন্ত কিছু বলেননি।