মেট্রোরেলে ঢিল ছোড়ার স্থান শনাক্ত, জড়িতরা বাড়িছাড়া

May 7, 2023 / 11:24am
মেট্রোরেলে ঢিল ছোড়ার স্থান শনাক্ত, জড়িতরা বাড়িছাড়া

যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছিল সেটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক। শেওড়াপাড়ার ওই ভবনটিতে এখন কেউ নেই।

জড়িতরা যেখানেই থাকুক তারা ধরা পড়বে বলে জানিয়েছেন তিনি। এদিকে, ডিসেম্বর নয়, অক্টোবরেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরুর কথাও জানিয়েছেন এমডি।

গত ৩০ এপ্রিল কাজীপাড়া থেকে শেওড়াপাড়া এলাকার মধ্যে ঢিল ছোড়া হয় মেট্রোরেল লক্ষ্য করে। এতে ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের জানালার কাচ। এরপর থেকেই কোথা থেকে ঢিল মারা হয়েছে তা শনাক্তে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দারা।

শনিবার মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন পরিদর্শনে গিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছিল তা চিহ্নিত করা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটি চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

তিনি জানান, বাড়িটি থেকে অধিকাংশ মানুষ পালিয়ে যাওয়ায় দুষ্কৃতকারী গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পালিয়ে দেশের বাইরে গেলেও গ্রেপ্তার করা হবে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেট্রোরেল ও এর অবকাঠামোর সার্বিক নিরাপত্তায় এমআরটি পুলিশ গঠনের কাজ প্রায় শেষ। প্রাথমিকভাবে বিভিন্ন পদমর্যাদার ২৩১ জন সদস্যের পুলিশের বিশেষ ইউনিট সচিব কমিটিতে অনুমোদন পেয়েছে। এখন প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

আগামী সপ্তাহ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়ে সকাল-সন্ধ্যা করার প্রস্তুতি চলছে বলেও জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।