টাইগাররা প্রস্তুতি ম্যাচ ছাড়াই আইরিশদের বিপক্ষে খেলবে

সকাল থেকেই মেঘ কালো আকাশ ম্যাচ হওয়া নিয়ে সংশয় জাগিয়ে রেখেছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেনার্স ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫) খেলা শুরুর ঠিক আগে বৃষ্টিও ঝরতে শুরু করে।
তাতে ভিজে যাওয়া মাঠের অনেক অংশ শুকানো যায়নি। তিন ঘণ্টা অপেক্ষার পর তাই আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। এই ম্যাচ ভেসে যাওয়ায় ৯ মে থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ প্রস্তুতি ছাড়াই খেলতে হচ্ছে তামিম ইকবালের দলকে।
চেমসফোর্ডের তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। সিরিজের বাকি দুই ওয়ানডে ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের স্কোয়াড : তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।