পরিণীতিকে স্টেডিয়ামে দেখেই ‘ভাবি ভাবি’ চিৎকার!

বলিউডের জনপ্রিয় তারকা পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে মুম্বাইয়ে তার প্রথম ডিনার ডেটের পর থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন চলছে। এরপর রাঘব যেমন মায়ানগরী থেকে ঘুরে গেছেন, তেমনই আবার পরিণীতিও গিয়েছিলেন রাঘবের বাসভবন দিল্লিতে।
গত বুধবার রাতে ফের ডেটে গেলেন এই জুটি। তবে এবারের ডেট কোনো রেস্তোরাঁর আলো-আঁধারিতে নয়, বরং ভরা স্টেডিয়ামে। ‘আলোচিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।
বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দেখতে মাঠে যান তারা। স্টেডিয়াম থেকে তাদের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। দুজনই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে দেখা গেছে।
একটি ভিডিও অনলাইনে খুব ভাইরাল হয়, যেখানে স্টেডিয়ামে দুজনকে একসঙ্গে দেখে খেলা দেখতে আসা জনতা উত্তেজিত হয়ে পড়ে। চিৎকার করে তারা পরিণীতিকে ‘ভাবি, ভাবি’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি।
জানা গেছে, ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভ কাজ। আর বিয়ে হবে অক্টোবরে।