সেই শাকিব আর এখনকার শাকিব রাতদিন তফাৎ: রত্না

May 5, 2023 / 01:55pm
সেই শাকিব আর এখনকার শাকিব রাতদিন তফাৎ: রত্না

চিত্রনায়িকা রত্না। পুরো নাম রত্না কবির সুইটি। ঢালিউড চলচ্চিত্রে প্রায় দুই দশকের ক্যারিয়ার তার। ২০০২ সালে প্রথম ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে এ জগতে নাম লেখান এই নায়িকা। একটা সময়ে নিয়মিত অভিনয় করলেও পরে কমিয়ে দেন অভিনয়।

প্রায় অর্ধশত ছবির এই নায়িকার রুপালি জগতের পথচলা এখন অনেকটাই মলিন। ব্যক্তিজীবনে ব্যস্ততার কারণে অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি।

রত্না ১৯৯৯ সালে স্কুলে পড়া অবস্থায় প্রথম ছবিতে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন নায়ক ফেরদৌস আহমেদ। সেই শুরু। পরবর্তীতে তার হাতে আসে কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ ছবির কাজ। এই ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর শাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা রত্না।

এদিকে সম্প্রতি শাকিব খান ও শবনব বুবলীকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নানা মাধ্যমে। গত ২৭ সেপ্টেম্বর সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই চর্চা শুরু হয় তাদের নিয়ে। আর ৩০ সেপ্টেম্বর সোশ্যালে শাকিব-বুবলীর পৃথক স্ট্যাটাসে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর থেকে ইন্ডাস্ট্রির অনেক তারকাও কথা বলেন শাকিব-বুবলী প্রসঙ্গে।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন নায়িকা রত্না। তিনি বলেন, শাকিবকে নিয়ে মন্তব্য করাটা আমার কাছে কেমন লাগে, অনেক সিনিয়র একজন শিল্পী। সে বাংলাদেশ চলচিত্রকে বলতে গেলে ডমিনেট করছে। আর একজন আইডলের কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে।

রত্না মনে করেন আগের শাকিব খানের সঙ্গে এখনকার শাকিবের মিল নেই। তিনি বলেন, শাকিবের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। তবে একটা কথাই বলবো, আমরা যারা বিগত দিনে নায়িকা হয়ে শাকিবের সাথে কাজ করেছি, আমরা কিন্তু আজকের শাকিব খানের সঙ্গে কাজ করি নাই। এই ফিলটা আমি আসলে বুঝতে পারছি না।

এই অভিনেত্রী বলেন, এখনকার নায়িকাদের কাছে শাকিব যেমন, আমাদের কাছে শাকিব ছিল অন্যরকম। আসলে সেই শাকিব আর এখনকার শাকিব রাতদিন তফাৎ।