শাকিব খানের নতুন নায়িকার পরিচয় জানা গেল

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি আসবে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ হিমেল। প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান।
তবে শাকিবের বিপরীতে ছবিতে কে থাকছেন, তা নিয়ে ছিল নানা জল্পনা। নির্মাতা নায়িকার বিষয়টি চমক হিসেবেই রাখতে চেয়েছিলেন। তবে সংবাদমাধ্যমের অনুসন্ধানে জানা গেল নায়িকার নাম।
জানা গেছে, চিত্রনায়ক শাকিব খানের নতুন এ সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন কলকাতার ধারাবাহিকের অভিনেত্রী ইধিকা পাল। ওপার বাংলার ছোট পর্দায় সুপরিচিত মুখের মধ্যে অন্যতম তিনি। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী।
প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। আর এই ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান নায়িকা ছিলেন ইধিকা। এক জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।
অভিনয়ে জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন।
জানা গেছে, আগামী ৮ মে থেকে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র শুটিং শুরু হবে। এই সিনেমায় ইধিকা পাল কাজ করছেন বলে নিশ্চিত করেছে একটি বিশেষ সূত্র। তবে এই বিষয়ে নিয়ে এখন পর্যন্ত সিনেমা সংশ্লিষ্টের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।